ভূমি ব্যবহারে সরকারি অনুমোদন লাগবে

প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৬:১৭

জাগরণীয়া ডেস্ক

ভূমির অপব্যবহার রোধ করতে নতুন একটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের ফলে ভূমির ওপর কোনো উন্নয়ন কাজ করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন-২০১৭’ শীর্ষক এ আইন লঙ্ঘন করলে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা।

২০ মার্চ (সোমবার) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভায় এ আইনের পাশাপাশি শততম টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত