‘জঙ্গিদের তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান’
প্রকাশ | ১৮ মার্চ ২০১৭, ১৯:৪২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিদের বিষয়ে কোনো তথ্য পেলে তা সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
১৮ মার্চ (শনিবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, ‘নিজ নিজ এলাকায় তৎপর থাকবেন। সন্ত্রাসী-জঙ্গির বিষয়ে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। সন্তানদের বিষয়ে খোঁজখবর নিয়েন। তারা যেন জঙ্গি-সন্ত্রাস এবং মাদকাসক্তিতে জড়িত না হয়।’
সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, ‘তাঁর জন্ম না হলে এ স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু নিজে ছিলেন স্বাধীনচেতা, তিনি দেশকেও স্বাধীন করেছেন। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে তিনি না গেছেন। তিনি মানুষের মাঝে আত্মসচেতনতা সৃষ্টি করেছিলেন। অধিকার চেতনা সৃষ্টি করেছেন। দিয়েছেন ছয় দফা; করেছেন কারাবরণ। কোনো লোভ-লালসার কাছে তিনি মাথা নত করেননি।’