আশকোনায় বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের
প্রকাশ | ১৮ মার্চ ২০১৭, ১৫:৫৬
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে সম্পন্ন হয়েছে এই বিস্ফোরণকারীর মরদেহের ময়নাতদন্ত।
১৮ মার্চ (শনিবার) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩ সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করে এবং বিমানবন্দর থানা পুলিশ মামলার বিষয়টি জানায়।