সেন্ট্রাল রোডে হামলায় আহত নারীর মৃত্যু
প্রকাশ | ১৬ মার্চ ২০১৭, ১৫:০৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৭, ১৩:৪৯
রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় হামলায় আহত আরিফুল নেছা আরিফা’র (২৭) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলা অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জেন ডা: জেসমিন নাহার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আরিফার ডান গলায় ধারালো অস্ত্রের আঘাত এতোটাই গভীর ছিলো যে, তার গলার রগ কেটে গেছে।
১৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে সকালে অফিসে যাবার সময় তাকে কুপিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আরিফার ভাবী খাদিজা ইসলাম জানান, আরিফা থাকেন ধানমন্ডির সেন্ট্রাল রোডে। তিনি চাকরি করেন যমুনা ব্যাংকের পল্টন শাখায়। সকালে অফিসে যাওয়ার সময় বাসার সামনে তিনি এ হামলার শিকার হন।
তিনি জানান, রবিন নামে একটি ছেলের সঙ্গে বছর চারেক আগে খাদিজার বিয়ে হয়। মাস তিনেক আগে সে ডিভোর্স লেটার পাঠায়। হামলার ঘটনা রবিনই ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।