‘প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা হবে’
প্রকাশ | ১৪ মার্চ ২০১৭, ২২:৩৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লক্ষ্মীপুরের উন্নয়নের ব্যাপারে আপনাদের কোনো দাবি-দাওয়া করার প্রয়োজন নেই। এদেশ আমি চিনি। দেশের সব পথ-ঘাট আমার চেনা। প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে এলে দেশের উন্নয়ন হয়। সবার হাতে এখন মোবাইল ফোন রয়েছে। কৃষক ভাইয়েরা এখন ব্যাংক একাউন্ট খুলতে পারেন। আমরা জনগণের কল্যাণে কাজ করি। আওয়ামী লীগের কাছে চাইতে হয় না। কারণ আমরা দেশ স্বাধীন করেছি, আমরা জানি জনগণের কি প্রয়োজন।’
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। সেখান থেকে গাড়িতে করে দুপুর ১টা ২০ মিনিটে লক্ষ্মীপুর সার্কিট গেছেন তিনি। সার্কিট হাউজে যোহরের নামাজ আদায় করে দুপুর ২টা ৪০ মিনিটে জনসভাস্থলে যান প্রধানমন্ত্রী। এরপর বিকেল পৌনে ৩টায় তিনি বিশেষ ব্যবস্থায় লক্ষ্মীপুরের ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি বিকেল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকায় আসেন।