পীর ও নারী মুরিদকে হত্যা
প্রকাশ | ১৪ মার্চ ২০১৭, ২২:১২
দিনাজপুরে বোচাগঞ্জে কথিত পীর ও পীরের মুরিদ গৃহকর্মীকে ঘরে ঢুকে হত্যা করেছে অজ্ঞাতরা।
১৩ মার্চ (সোমবার) রাতে উপজেলার দৌলাগ্রামে এ ঘটনা ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান জানান।
কথিত পীরের নাম ফরহাদ হোসেন চৌধুরী (৭২), স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও তার মুরিদ গৃহকর্মী রুপালি (২২) নিয়ে দৌলাগ্রামে বসবাস করতেন।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, পীরের বাড়িটি দৌলা দরবার শরীফ নামে পরিচিত। সেখানে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দিকে অজ্ঞাতরা তাদের বুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। আলামত সংগ্রহ করে লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। জঙ্গি না অন্য কেউ এ হত্যাকাণ্ডে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। দুজনকে গলাকেটে হত্যা করা হয়েছিল বলেও জানান তিনি।
দৌলা দরবার শরীফের খাদেম সায়েদুল জানান, প্রতিদিন রাতে দরবারের জিকির ও মিলাদ হতো। জিকিরে অংশ নিতে হুজুরের মুরিদ সুমি (৫২) রাতে দরবারে আসেন। দীর্ঘক্ষণ হুজুরকে ঘুমিয়ে থাকতে দেখে আমাকে ডাক দেন। আমি এসে দেখি হুজুরের রক্ত মাখা লাশ। পরে পরিবারের অন্যদের খোঁজ নিতে গিয়ে পাশের একটি কক্ষে গৃহকর্মী রুপালিকেও মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।