যৌতুকের মামলায় স্বামীর কারাদণ্ড
প্রকাশ | ১৩ মার্চ ২০১৭, ২০:৫৪
বরিশালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো.ইমরান সরদার নামে এক ব্যক্তিকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
১৩ মার্চ (সোমবার) দুপুরে বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.ফারুক হোসাইন এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত ইমরানের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চরসফিপুর গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ইমরান তার স্ত্রী নার্গিস বেগমকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। টাকা এনে দিতে না পারায় নার্গিসের ওপর নির্যাতন চালান তিনি। শেষে বাধ্য হয়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন নার্গিস।
এ মামলার ১০ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে বিচারক মো.ফারুক হোসাইন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী ইমরান আদালতে উপস্থিত ছিলেন।