নেশার টাকার জন্য মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
প্রকাশ | ১৩ মার্চ ২০১৭, ১৩:১৬
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়া এলাকায় নেশার টাকা না পেয়ে মা মিনারা (৪৮) ও প্রতিবেশী আকবর আলী (৫২) কে কুপিয়ে হত্যা করেছেন মিরাজ (২৮) নামে মাদকাসক্ত এক যুবক।
স্থানীয়রা জানান, ১৩ মার্চ (সোমবার) সকালে মাদকাসক্ত মিরাজ মায়ের কাছে নেশার টাকা চান। তার মা টাকা না দেওয়ায় দা দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এসময় প্রতিবেশী আকবর ঠেকাতে এলে তাকেও কোপাতে শুরু করেন মিরাজ। এতে ঘটনাস্থলেই মিনারা ও আকবরের মৃত্যু হয়। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।