হাসপাতালের লিফটের নিচে থেকে নারীর লাশ উদ্ধার
প্রকাশ | ১২ মার্চ ২০১৭, ০০:৩৭
ফরিদপুর শহরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটের নিচ থেকে সূর্য খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের বাড়ি ফরিদপুর শহরতলীর ইশানগোপালপুর ইউনিয়নের বারখাদা গ্রামে।
১০ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সূর্য খাতুনের লাশ উদ্ধার করে।
তার স্বজনরা জানান, তিন দিন আগে সূর্য খাতুন ওই হাসপাতালে ভর্তি থাকা তার এক স্বজনকে দেখতে আসেন। রাত ৯টার দিকে রোগীর জন্য ওষুধ আনতে নিচে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে কোতয়ালী থানায় ৯ মার্চ (বৃহস্পতিবার) সূর্য খাতুনের স্বজনেরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
১০ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় হাসপাতালের পুরাতন ভবনের ২নং লিফটের নিচ থেকে পচা গন্ধ বের হলে কর্তৃপক্ষ অনুসন্ধান করে সেখানে একটি মরদেহ দেখতে পায়। পরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
সূর্য খাতুনের পরিবারের অভিযোগ, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হত্যার বিষয়ে কোনো কিছু জানা নাই বলে জানিয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আসল রহস্য জানা যাবে।