চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
প্রকাশ | ০৮ মার্চ ২০১৭, ২০:১৮
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, বিতর্ক প্রতিযোগীতা, দুর্নীতিবিরোধী নাটক ও শিক্ষাথীদের শপথগ্রহণ ইত্যাদি।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা.আব্দুস সালাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার প্রমুখ।
প্রায় একই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে পৌরভবন প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র নজরুল ইসলাম, সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, কাউন্সিলর মাসকুরা বেগম প্রমুখ।
সকাল সোয়া ১০টায় শহরের রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) র্যারি, আলোচনা সভা, দুর্নীতিবিরোধী নাটক ও শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।
সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন। উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিুকুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম মর্ত্তুজা প্রমুখ।
দুপুরে শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের দু’টি দলের মধ্যে ‘বাল্যবিয়ের ক্ষেত্রে অশিক্ষাই প্রধান সমস্যা’- শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন, সদস্য বিলকিস আহমেদ। মডরেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের সদস্য নুরুন্নাহার। বিতর্কে বিষয়ের পক্ষ দল ৯ম শ্রেণি বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলনেতা ১০ শ্রেণির ইয়াসমিন।
এসময় প্রধান শিক্ষক এতাহার আলী সহ শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জেলা শাখা চেয়ারম্যান আ্যাড. ইয়াসমিন সুলতানা।
এদিকে জেলার ভোলাহাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর র্যারি ও আলোচনা সভার আয়োজন করে। অপরদিকে ভোলাহাট ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে বেলা সাড়ে ১১টায় গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাবেশ ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলাব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালনের বিভিন্ন কর্মসূচীর খবর পাওয়া গেছে।