বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি
প্রকাশ | ০৮ মার্চ ২০১৭, ১৮:০২
বান্দরবানে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এ স্লোগানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
৮ মার্চ (বুধবার) এ উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা ও জেলা শিশু একাডেমির পরিচালক শিলাদিত্য মুৎসুদ্দি প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।