নারী দিবসে নারীদের নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট
প্রকাশ | ০৮ মার্চ ২০১৭, ১৬:৫৯
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ (বুধবার) ঢাকা-সিলেট রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে। বিমানের নারী পাইলট ও নারী ক্রুরা ছিল এর পরিচালনায়। বিশেষ এ ফ্লাইটের ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা।
৮ মার্চ (বুধবার) দুপুর সোয়া ১টায় তারা দুজন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে বিজি-৬০৩ ফ্লাইটে ৬ জন নারী ক্রু ও যাত্রীদের নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
এভিয়েশনখাতে নারীদের আরও আগ্রহী এবং বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাদানে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। জাতীয় এই এয়ারলাইন্সের প্রতিষ্ঠালগ্ন থেকে পুরুষ কর্মীদের পাশাপাশি বিমানের নারীকর্মীরাও ফ্লাইট পরিচালনা, এয়ারক্রাফট মেইনটেনেন্স, সিডিউলিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিভিন্ন শাখায় সফলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রকৃতপক্ষে, বিমানের নারী পাইলটরা যে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, দক্ষতার পরিচয় দিচ্ছে এবং নির্ভয়ে এভিয়েশন জগতের সঙ্গে তালমিলিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ।