মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে খালেদার শোক

প্রকাশ : ১৩ জুন ২০১৬, ২৩:৫৩

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকাল চারটা ২০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে খালেদা জিয়া মনিরুজ্জামান মিঞার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

খালেদা জিয়া বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে তার মতো একজন দৃঢ়চেতা গুণী মানুষের ইহজগৎ থেকে চলে যাওয়াতে এক চরম শূন্যতার সৃষ্টি হলো। অগ্রগণ্য এই শিক্ষাবিদ দেশ ও দশের প্রতি ছিলেন সহমর্মী। জ্ঞানদীপ্ত এই মানুষটি ছিলেন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি। এই মানুষটি ছিলেন নীতি ও আদর্শে ইর্ষণীয় উচ্চতায়। উদ্যম ও উদ্যোগ ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি। রাজরোষ অগ্রাহ্য করে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি কখনো পিছপা হননি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন অকম্প ও অবিচল। কোনো রাজনৈতিক শক্তিই তাঁকে নিজেদের স্বার্থে প্রভাবিত করতে পারেনি। সারাজীবনে বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠা সহকারে দায়িত্ব গ্রহণ ও পালন করায় তিনি ছিলেন সবসময় অগ্রপথিক। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনকে তিনি মনেপ্রাণে ধারণ করেছিলেন। শিক্ষকের মহান ব্রত নিয়ে তিনি এই দর্শনকে সমাজের নানা মানুষের মধ্যে প্রচার করেছেন।’

খালেদা জিয়া আরো বলেন, ‘একনিষ্ঠ অনুসারী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও বহুমাত্রিক কর্মকে তিনি দেশবাসীর কাছে উপস্থাপন করেছিলেন একজন গবেষকের নিষ্ঠায়। নম্রতা, বিনয়, সৌজন্য. শান্ত ও সহিষ্ণুতা ছিল তার সহজাত। আমার সঙ্গে নানা দায়িত্ব পালন করতে গিয়েও দেখেছি তাঁর সত্যনিষ্ঠতা, কর্মশক্তি এবং দায়িত্বজ্ঞান।

খালেদা জিয়া তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত