সাহসী কিশোর যোদ্ধা শঙ্কু সমাজদার (ভিডিও)
প্রকাশ | ০৫ মার্চ ২০১৭, ১৬:০৭ | আপডেট: ০৫ মার্চ ২০১৭, ১৬:৩২
১৯৭১ সালের ৩ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন সাহসী কিশোর যোদ্ধা শঙ্কু সমাজদার।
রংপুরে সেদিন পাকিস্তানি সরকারবিরোধী মিছিলে চারিদিক কেঁপে উঠছে। সেই মিছিল থেকেই শঙ্কুর চোখে পড়ে উর্দুতে লেখা একটি সাইনবোর্ড। ক্ষিপ্ত শঙ্কু মিছিল থেকে ছুটে গিয়ে লাঠি হাতে সেই সাইনবোর্ড ভেঙে ফেলেন।
এসময় মিছিলের উপর এক পাকিস্তানি গুলি ছুড়লে শঙ্কু রাজপথেই নিহত হন। দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন ১২ বছরের কিশোর শঙ্কু সমাজদার।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনিই রংপুরের (অনেকের মতে বাংলাদেশের) প্রথম শহীদ।
সেদিনের ঘটনা সম্পর্কে শহীদ শঙ্কুর মা দীপালি সমাজদার বলেন, "শঙ্কু তখন পড়তে বসেছিল। বাসার সামনে দিয়ে তখন একটি মিছিল যায়। সে তখন উঠে গিয়ে এক দোকান থেকে একটা লাঠি নিয়ে মিছিলের সাথে চলে যায় আর সাইনবোর্ড ভেঙে ফেলে। আমি জানতেও পারিনি। পরে শুনি লোকে বলাবলি করছে শঙ্কু মারা গেছে"।
দীপালি সমাজদার জানান, শহীদ জননী হিসেবে স্থানীয়দের কাছে তিনি অনেক সম্মান পেলেও সরকারিভাবে কোন সহযোগিতা তিনি পান না। টুকটাক সেলাই করে জীবিকা নির্বাহ করেন তিনি।
সরকারের কাছে দীপালি সমাজদারের একটাই চাওয়া, শঙ্কু সমাজদারকে যেন শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।