যৌন নিপীড়নে ৪ শিশু ঢামেকে ভর্তি
প্রকাশ | ০৪ মার্চ ২০১৭, ১৪:০২
![](/assets/news_photos/2017/03/04/image-6430.jpg)
মিরপুরের পল্লবী ও শ্যাওড়াপাড়ায় দুই ও সাড়ে তিন বছর বয়সী চার শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান, শিশু চারটিকে ৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ২ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাড়ে তিন বছর বয়সী জমজ বোন এবং একই বয়সী তাদের এক আত্মীয় পূর্ব কুর্মিটোলায় বাসার কাছের রাস্তায় একটি চটপটির দোকানে যায়। ওই সময় চটপটি বিক্রেতা মো. ইকবাল (৩৫) তাদের গায়ে হাত দিয়ে যৌন হয়রানি করে বলে স্বজনদের অভিযোগ।
ঘটনার পর শিশুগুলোর স্বজনরা চটপটির দোকান ভাংচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই ইকবাল পালিয়ে যায়।
অপরদিকে, ৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যার কিছু আগে পশ্চিম শেওড়াপাড়ার দুই বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের শিকার হয় বলে তার স্বজনদের অভিযোগ করে।