মেয়ের বান্ধবীকে শ্লীলতাহানি, মাদ্রাসা সুপার গ্রেপ্তার
প্রকাশ | ০৩ মার্চ ২০১৭, ১৮:৫৮
বরিশালে নিজের মেয়ের বান্ধবী পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে দায়ের করা মামলায় মো. মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক মো. মাসুম বিল্লাহ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসার সুপার।
৩ মার্চ (শুক্রবার) সকালে ওই মাদ্রাসার কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কলাপাড়া উপজেলার সবুজবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
মহানগরীর কাউনিয়া থানার উপপরিদর্শক পবিত্র কুমার মন্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী মাদ্রাসা সুপারের মেয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তার বাসায় যায়। তখন সুপার ছাড়া বাসায় আর কেউ ছিল না। এই সুযোগে তিনি ছাত্রীকে শ্লীলতাহানি করেন।
ছাত্রী রাতে বিষয়টি তার মাকে জানায়। সকালে তার বাবা থানায় মামলা করে। মামলার পর মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করা হয়েছে।