ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন ১২ নারী
প্রকাশ | ০৩ মার্চ ২০১৭, ১৮:২২
ভারতে তিন বছর কারাভোগের পর বাংলাদেশি ১২ নারীকে ফেরত দিয়েছে ভারতের অভিবাসন পুলিশ।
বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে বাংলাদেশ অভিবাসন পুলিশের কাছে ২ মার্চ (বৃহস্পতিবার) রাতে ওই নারীদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা নারীদের বাড়ি রাজবাড়ী, গাজীপুর, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলায়।
বেনাপোল তল্লাশিচৌকির অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান জানান, তিন বছর আগে ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে যান ওই ১২ নারী। সেখানে গিয়ে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে কাজ নেন তাঁরা। সে সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখানকার একটি বেসরকারি (এনজিও) সংস্থা তাঁদের ছাড়িয়ে নিয়ে নিজেদের আশ্রয়কেন্দ্রে রাখে।
ওসি ইকবাল আরও জানান, ফেরত আসা ওই নারীদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মানবাধিকার সংস্থা যশোর রাইটস-এর মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।