স্পেশাল বিসিএস পরীক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ০৩ মার্চ ২০১৭, ১৭:৫২

জাগরণীয়া ডেস্ক

মুক্তিযোদ্ধার সন্তানদের কোটায় শুন্য পদগুলো পূরণে অবিলম্বে স্পেশাল বিসিএস পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন।

৩ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের দফতর সম্পাদক আহমাদ রাসেল বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে প্রিলিমিনারী, লিখিত মনস্তাত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার আর কি যোগ্যতার প্রমাণ দিতে হবে। মৌখিক পরীক্ষা কখনোই যোগ্যতা প্রমাণের একমাত্র মানদণ্ড হতে পারে না। মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় শূণ্যপদ পূরণের জন্য অবিলম্বে একটি স্পেশাল বিসিএস পরীক্ষা আয়োজনের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দিন, ঢাকা মহানগরের সভাপতি জোবায়দা হক অজান্তা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সভাপতি রুমন হক।

বক্তারা বলেন, পিএসসি এখনো জামায়াতি শাসনের ভূতের আছর থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই মুক্তিযোদ্ধার সন্তানদের নাম শুনলেই তাদের গা জ্বলে। মুক্তিযোদ্ধাদের সন্তান নাকি পাওয়া যায় না অথচ এখনো হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত