দেশে বাল্যবিয়ের হার ৬৬ শতাংশ
প্রকাশ | ০৩ মার্চ ২০১৭, ১৭:২৫
বাংলাদেশে বাল্যবিয়ের হার ৬৬ শতাংশ বলে জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
৩ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ এর বিশেষ বিধান বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ তথ্য জানান সংগঠনের সদস্য মুক্তা বাড়ৈ।
তিনি বলেন, বাংলাদেশে ১৫ বছর বয়স হওয়ার আগেই ৩৯ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। ১৮ বছরের নিচে ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। বাংলাদেশে বাল্যবিয়ের গড় হার ৬৬ শতাংশ। এই বিবেচনায় বাল্যবিয়ের হারে শীর্ষে বাংলাদেশ। ৯৯ শতাংশ বাল্য বিয়েই বাবা-মা’র সম্মতিতে হয়ে থাকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শম্পা বসু, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, আইনজীবী খাদিজা বেগম খুকী।
বক্তারা ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ এর বিশেষ বিধান বাতিলের দাবি জানান।