অভিমান করে আত্মহত্যা

প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১৭:১৩

অনলাইন ডেস্ক

মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী। রাজধানীর কামরাঙ্গীচরে এই ঘটনা ঘটে।

২ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে তার মৃত্যু হয়।

কিশোরীর বাবা মজিবুর রহমান জানান, তারা কামরাঙ্গীচর কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। মেয়ে ৬ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করছে।

তিনি বলেন, বৃহস্পতিবার মেয়ে লামিয়া তার মা রিনা আক্তারের সঙ্গে বাহিরে বেড়াতে যাওয়ার সময় গায়ে পাতলা জামা পরে। মা জামা পরিবর্তন করতে লামিয়াকে গালাগাল করেন। এরপর সে অভিমান ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেডিকেল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।