বাল্যবিয়ের দায়ে কনের মা-সহ ৩ জনের কারাদণ্ড
প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১৬:৫২
প্রশাসনের হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে বুধবার দুপুরে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক মাধ্যমিক শিক্ষার্থী।
ওই শিক্ষার্থী একই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে এবং জমিনপুর ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় কনের মা সেলিনা বেগমকে সাতদিন এবং চাচা আহসান হাবিব ও দাদা আব্দুল খালেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক শিবগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, জমিনপুর গ্রামে নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মো. দুলালের ছেলে আতিকুল ইসলামের বিয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে কনের মা, চাচা ও দাদাকে গ্রেপ্তার করে এই দণ্ড দেওয়া হয়।