মাদকব্যবসায় বাঁধা দেওয়ায় স্ত্রী’কে মারধর

প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১৬:৪৫

অনলাইন ডেস্ক

মাদকব্যবসায় বাঁধা দেওয়ায় স্বামীর পিটুনিতে মাথা ফেটে হাসপাতালে ভর্তি হয়েছে দুলালী বেগম (২৫) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উওর গোতামারী গ্রামে।

জানা গেছে, ওই এলাকার সুলতান হোসেন লালুর পুত্র ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং ২ বার জেল-হাজতেও গিয়েছে। স্ত্রী দুলালী বেগম প্রথম থেকেই স্বামী ফরিদুলকে মাদকব্যবসা থেকে বের হয়ে আসতে অনুরোধ করে। এ নিয়ে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। বুধবার ফরিদুল গাঁজা নিয়ে এলে দুই জনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে ফরিদুল দুলালীকে মারধর করেন। এতে দুলালীর মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করে।

হাতীবান্ধা হাসপাতালের চিকিৎসক নাঈম হোসেন নয়ন জানান, দুলালীর মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান, তিনি কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।