স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১৬:১৩
অনলাইন ডেস্ক
যৌতুকের দাবিতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে হত্যার দায়ে নাটোরের এক যুবকের ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি কাজল কুমার সরকারকে (২২) এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১২ অক্টোবর বিয়ের মাত্র তিন মাসের মাথায় কাজল তার স্ত্রী মিনা রানীকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করেন।
পরদিন মিনার বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ কাজলকে গ্রেপ্তার করে।