মাগুরায় সন্ত্রাস দমনে ‘ডিফেন্স পার্টি’
প্রকাশ | ১৩ জুন ২০১৬, ১৭:০৯
‘টার্গেট কিলিং’ সহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের উদ্যোগে মাগুরায় গ্রাম ও পাড়া-মহল্লাভিত্তিক ‘ডিফেন্স পার্টি’ গঠন করছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, আগেও এধরণের উদ্যোগ দেখা গেলেও সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের কারণে নতুন করে বিশেষভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১২ জুন) উপজেলার আঠারখাদা ইউনিয়নের গোবিন্দপুর, টেঙ্গারখালী ও শ্রীপুর উপজেলার জারিয়া মন্দিরে গ্রামবাসীর হাতে বাঁশের লাঠি এবং বাঁশি তুলে দিয়ে উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, জেলাটি ৩৫ শতাংশ হিন্দু অধ্যুষিত হওয়ায় সাম্প্রতিক সংখ্যালঘু হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাইছেন।
এহসান উল্লাহ বলেন, প্রতীকী হিসেবে স্বেচ্ছাসেবকেরা এই বাঁশ ব্যবহার করছেন।
পুলিশ বাহিনী থাকতে এ ধরণের একটি বাহিনী তৈরির প্রয়োজন কেন জানতে চাইলে তিনি বলেন, অনেক প্রত্যন্ত অঞ্চলে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে পুলিশের পৌঁছাতে সময় লাগতে পারে সেক্ষেত্রে যাতে মানুষজন সামাজিকভাবে প্রস্তুত থাকে সেজন্যেই তারা তাদের সংগঠিত করছেন।
তিনি আরো বলেন, ‘কমিটির সদস্যরা বাঁশের লাঠি ও বাঁশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন। কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে দেখলে তারা তাদের প্রতিহত করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে।’
মাগুরার ৩৬ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠনের চেষ্টা করছেন বলে জানান পুলিশ সুপার। প্রতিটি দলে একজন পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং জনপ্রতিনিধিসহ ২০-২৫ জন স্বেচ্ছাসেবক থাকবে।
বিভিন্ন মন্দিরে পুরোহিতদের সঙ্গে বৈঠক করে তাদেরও এ কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।