সুনামগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়া সেন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫১

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। 

২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুরঞ্জিতপুত্র সৌমেন সেনগুপ্ত।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট চারজন উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। এ আসনে ভোট হবে ৩০ মার্চ।