বানারীপাড়ায় বাসচাপায় ১ জন নিহত
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৫৯
অনলাইন ডেস্ক
বরিশালের বানারীপাড়া উপজেলায় বাসের চাপায় মুন্নী বেগম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টার দিকে বানারীপাড়া সদরের ঘোষ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নী উপজেলার ডাকবাংলো সড়ক এলাকার মো. শাহীনের স্ত্রী।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানিয়েছেন, মুন্নী তার শিশু সন্তানকে রেড সান প্রি ক্যাডেট কোচিং সেন্টারে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সেবা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা মুন্নীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।