প্রধানমন্ত্রীর সহায়তা চায় খাদিজা
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪১
গত বছরের ২৮ নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজা আক্তার নার্গিসকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসা নেন তিনি। খাদিজা এখনও সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) আছেন। ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) নিজ বাড়িতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সিআরপির উদ্যোগে রেডওয়ে হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদিজা।
খাদিজা বলেন, তিনি সিআরপিতে চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে আবারও পড়াশোনা চালিয়ে যেতে চান। সংবাদ সম্মেলনে খাদিজা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদিজার চিকিৎসক ডা.সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির জ্যেষ্ঠ কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সহসম্পাদক বদরুল আলম। এই ঘটনা প্রকাশের পর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করে। বর্তমানে বদরুল কারাগারে রয়েছেন।