খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। ২২ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল সাড়ে চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)বিএনপি চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপি সূত্র জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বুধবারের বৈঠকে। এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনও নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।
ধারণা করা হচ্ছে, বার্নিকাট আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। তবে সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও মেলেনি।