২০ ফেব্রুয়ারি সৈয়দা বদরুন্নেসা খাতুনের চেহলাম
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/02/18/image-6065.jpg)
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চন্দ্রচড়ি গ্রামের বাড়িতে ২০ ফেব্রুয়ারি দুপুরে সৈয়দা বদরুন্নেসা খাতুনের চেহলাম হবে।
পরিবারের পক্ষ থেকে চন্দ্রচড়ি গ্রামের মরহুম সৈয়দ মদরিস আলীর স্ত্রী সৈয়দা বদরুন্নেসার চেহলামে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মরহুমা সৈয়দা বদরুন্নেসা খাতুন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক বার্তা সম্পাদক সৈয়দ এহিয়া বখ্ত-এর মা এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সহযোগী সম্পাদক সৈয়দ সাইমুম সাদীর দাদী।