ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর, জখম
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২২
উখিয়ায় এক আদিবাসী স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণের চেষ্টা চালিয়ে রক্তাক্ত জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার বড় বোনও।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে তেলখোলার জঙ্গলে ঘটনাটি ঘটে।
থাইংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ঐ আহত ছাত্রী অভিযোগ করেন, স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে জঙ্গলাকীর্ণ এলাকায় ওৎ পেতে থাকা ইব্রাহিম, আব্দুর রহমান ও রফিকসহ ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আর্ত চিৎকারে তার বড় বোন এগিয়ে এলে দুর্বৃত্তরা দু’বোনকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।
এঘটনায় আহতের বাবা বাদি হয়ে সোমবার উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।