সিরাজগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৩
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকায় প্রেমিক যুগল বিষপান করে আত্মহত্যা করেছে। এদের মধ্যে প্রেমিকা বিবাহিত।
এসএসসি পরিক্ষার্থী প্রেমিকা মুক্তা (১৬) মিরপুর গ্রামের মুকুল সরকারের মেয়ে এবং প্রেমিক সজিব হোসেন (১৮) মিরপুর রেলওয়ে কলোনির নূর নবী শেখের ছেলে।
স্থানীয় কাউন্সিলর মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেমঘটিত কারণে ১১ ফেব্রুয়ারি (শনিবার) রাতে তারা বিষপান করেছে। তাদের মরদেহ দুটি সদর হাসপাতালে রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এমসআই) তরিকুল ইসলাম জানান, প্রেমের কারণে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আনা হয়েছে। ১২ ফেব্রুয়ারি (রবিবার) ময়না তদন্ত হবে।