বোচাগঞ্জে ‘মা-মেয়ে’র মরদেহ উদ্ধার
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫০
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/02/09/image-5929.jpg)
অজ্ঞাতপরিচয় এক নারী এবং প্রায় পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আনুমানিক ২৬ বছর বয়স্ক নারী এবং শিশুটির মা-মেয়ের সম্পর্ক।
৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কাঞ্চন নদীর দক্ষিণ সাদা মহল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।