রামগতিতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৮

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় হাসনা বেগম (৩০) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

৮ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চরলক্ষ্মী গ্রামের সেলিমের বাড়িতে আত্মহত্যার ওই ঘটনা ঘটে।

হাসনা বেগম চরলক্ষ্মী এলাকার যুবরাজের উদ্দিনের মেয়ে ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মৃত সেলিমের স্ত্রী। তার তিন জন পুত্র সন্তান রয়েছে। স্বামী জীবিত না থাকায় হাসনা বেগম অথৈ সাগরে পড়েন। বিভিন্ন সময় শ্বশুরের কারণে তাকে আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গ্রাম্য সালিশ হয়েছে বলেও জানান এলাকাবাসী।

এ বিষয়ে মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মানসিক চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।