ছেলের হাতে মা খুন
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৪
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে হালিমা খাতুন (৪৫) নামে এক মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে রিপন মিয়া (৩০)।
৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার যাত্রাসিদ্ধি গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা হালিমা খাতুনকে কুপিয়ে আহত করে ছেলে রিপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছেলে রিপনকে আটক করা হয়েছে।