রূপগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৭
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম তাহেনা বেগম (৬৫)। তাহেনা বেগম উপজেলার বাড়ৈপাড় এলাকার বাসিন্দা।
৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, দুপুরে তাহেনা বেগম কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গ্লোরি পরিবহনের একটি বাস তাহেনা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।