‘ইসি নিয়ে’ স্থায়ী কমিটির বৈঠকের ডাক খালেদার
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৫
অনলাইন ডেস্ক
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
দলটির একজন নীতিনির্ধারক জানান, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির কর্মকাণ্ড, নির্বাচন কমিশন গঠনের (ইসি) বিষয়টিই স্থায়ী কমিটির বৈঠকে প্রাধান্য পাবে। এর আগেও সার্চ কমিটিতে নাম দেয়াসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।