বরিশালে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৩

অনলাইন ডেস্ক

বরিশালের বানারীপাড়া উপজেলায় অজ্ঞাত এক তরুণীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

৩ ফেব্রুয়া‌রি (শুক্রবার) রাত ১০টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন নরউত্তমপুরের মল্লিকবাড়ির সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ফারুক উল ইসলাম জানান, তরুণীর গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।