যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯
পাবনার সুজানগর উপজেলায় যৌতুকের দাবিতে তানিয়া খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যাচেষ্টা করেছে তার স্বামী।
উপজেলার রায়পুর গ্রামে ৩১ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে ওই ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তানিয়াকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গৃহবধূর ভাই আলাউদ্দিন জানান, নয় বছর আগে আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের মৃত আরশেদ আলীর মেয়ে তানিয়ার সঙ্গে রায়পুর গ্রামের হবি শেখের ছেলে সেলিম শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তানিয়াকে চাপ দিয়ে আসছিল সেলিম। কয়েকবার তার দাবি পূরণের পরও সেলিম পুনরায় যৌতুকের দাবি করে আসছে।
তিনি আরও বলেন, তানিয়ার স্বামীর অযৌক্তিক দাবি পূরণ না করায় রাতে পেটের উপর চেপে বসে গলাটিপে তাকে হত্যার চেষ্টা চালায়। তানিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে সেলিম পালিয়ে যায়।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার এম এ তালেব বলেন, শ্বাসরোধে হত্যা চেষ্টা করায় তার শ্বাসনালীতে গুরুতর আঘাত ছিল। এছাড়াও তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ায় সে বর্তমানে আশঙ্কা মুক্ত হলেও মানসিকভাবে সে চরম বিপর্যস্থ রয়েছে।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম বলেন, এ বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিতভাবে দেওয়ার কথা রয়েছে। দিলেই তা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হবে।