খাদিজা এখন সিলেটে
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫
ছাত্রলীগ নেতার হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস প্রায় চার মাস পর কয়েকদিনের জন্য সিলেট গিয়েছেন।
খাদিজার বড়ভাই শরনান হক শাহীন জানান, ১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি জালালাবাদ থানার আউশায় গ্রামের বাড়ি যান।
মানসিকভাবে চাঙ্গা হওয়ার জন্য সাভারের সিআরপি থেকে এক সপ্তাহের জন্য তাকে সিলেট আনা হয়েছে বলে জানান শাহীন।
তিনি বলেন, খাদিজার শারীরিক উন্নতি হলেও মানসিকভাবে এখনও স্বাভাবিক হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শে এক সপ্তাহের জন্য সিলেট আনা হয়েছে। পরে আবার সিআরপিতে ফিরে যাবে। তবে খাদিজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয় খাদিজার।