বাল্যবিবাহের প্রতিবাদে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৭, ২২:১৭
বাল্যবিবাহের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালের হিজলা সদর উপজেলায় বৈশাখী আক্তার (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৈশাখী ওই উপজেলার বড়জালিয়া গ্রামের উন্মে হাবিবা ও কবির সিকদার দম্পতির মেয়ে। শুক্রবার সন্ধ্যায় বাসার সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সে স্থানীয় বিসিডি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, বৈশাখীর মতামতকে উপেক্ষা করে অপরিণত বয়সে খালাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করেন অভিভাবকরা। সে এই বিয়েতে রাজি না হয়ে পড়াশোনা করতে চেয়েছিল। এ নিয়ে বৈশাখীর মা উন্মে হাবিবা তাকে গালমন্দ করেন। এর প্রতিবাদে-ক্ষোভে সে আত্মহত্যা করে।
তিনি জানান, পুলিশের প্রাথমিক তদন্তেও এর সত্যতা পাওয়া গেছে। আত্মহননকারী কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহিউদ্দিন।