‘সরে না আসা পর্যন্ত সুন্দরবন রক্ষায় আন্দোলন চলবে’
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৭, ১৮:২০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭, ২০:৪১
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ জানিয়েছেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরকার সরে আসা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এর আগে এদিন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় কমিটির ডাকা হরতাল কর্মসূচি পালিত হয়।
আনু মুহাম্মদ বলেন, ‘হরতাল সমর্থনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আগামী ২৮ জানুয়ারি সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ দিবস পালন করা হবে। এ ছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি সারা দেশে অবস্থান ধর্মঘট পালন করা হবে। আগামী ১১ মার্চ উপকূলীয় অঞ্চলের স্থানীয় সাধারণ মানুষকে নিয়ে খুলনা মহানগরীতে মহাসমাবেশ করা হবে।’
তিনি আরো বলেন, ‘কিছু ব্যক্তি তাদের মুনাফার জন্য দেশ ও জনগণের ক্ষতি জেনেও সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ চালিয়ে যাবে, সেটা মেনে নেওয়া যায় না। এ প্রকল্প থেকে সরকার সরে আসা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’