ছবিতে দেখুন সুন্দরবন রক্ষার হরতালে শাহবাগ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:৩১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:৪১

অনলাইন ডেস্ক

পুলিশের ছোঁড়া টিয়ারশেল ও মুহুর্মুহু রাবার বুলেট উপেক্ষা করেই ঢাকা শহরে সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আধাবেলা হরতাল শেষ হলো। সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে জাতীয় কমিটির পাশাপাশি বাম সংগঠনগুলোর অংশগ্রহণে এই হরতাল পালিত হয়।

রাজধানীতে আধাবেলা চলা এই হরতালে শাহবাগের চিত্র দেখলে মনে হয় দুই দেশের সেনাবাহিনীর দেশ দখল আর প্রতিরোধের যুদ্ধ হয়েছে। পুলিশ হরতালের প্রথম প্রহরেই শাহবাগে শান্তিপ্রিয় হরতাল পালনকারীদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। দুপুর ২টা পর্যন্ত মোট ১২ দফায় হামলা করে তারা। এ সময় পুলিশ কয়েকশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হরতাল সমর্থকদের লক্ষ্য করে।