রায়গঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ১৫ আসামি কারাগারে
প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আমেনা বেগম (৪২) নামে এক গৃহবধূ হত্যা মামলার ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম এ নির্দেশ দেন।
সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর শহিদুল্লাহ জানান, সকালে আইনজীবীর মাধ্যমে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর উপজেলার জয়ানপুর গ্রামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ওই গ্রামের কুড়ান আলী শেখের স্ত্রী আমেনা বেগম নিহত হন।
পরে এ ঘটনায় কুড়ান আলী শেখ বাদি হয়ে ১৭ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।