স্কুলছাত্রী ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:২০
পিরোজপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের পর নগ্ন ছবি তোলার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের একজন হায়দার আলী শেখ (৩৮) আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি মো. জুয়েল সিকদার (৩৪) পলাতক।
এছাড়া উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। যা অনাদায়ে তাদের আরও তিন বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক খান বাদশা বলেন, "২০১০ সালের জুলাইয়ে জেলার ইন্দুরকান্দী উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর নগ্ন ছবি তোলা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা ১ অগাস্ট ইন্দুরকান্দী থানায় জুয়েল শেখকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ মোট নয়জনের সাক্ষ্য নিয়ে বিচারক এস এম জিল্লুর রহমান দুইজনকে এই দণ্ড দেন"।