চট্টগ্রামে ৪ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৩১
সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে চট্টগ্রামে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শান্তা বেগম ওরফে সাথী (২৭), রহিদা বেগম (২০), রুবিনা বেগম (৩০) ও খুশনুর বেগম (২৪)। এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। এদের মধ্যে সাথী ও রহিদা সম্পর্কে একে অপরের জা।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, শুক্রবার দুপুরে থানার অক্সিজেন বাস স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা মঈন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে রেনু আক্তার নামে এক নারী তার দুই সন্তানকে নিয়ে অক্সিজেন বাস স্টেশন এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিল। এসময় গ্রেপ্তারকৃতরা যাত্রীবেশে রেনু ও তার সন্তানদের পাশে দাঁড়িয়ে কথা বলা শুরু করে। এক পর্যায়ে রেনুর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে ফেলার সময় তার ছেলে চিৎকার শুরু করে।
মঈন উদ্দিন জানান, ঘটনাস্থলের কিছুদূরে থাকা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা গিয়ে ওই চার নারীকে আটক করে চেইন দুটি উদ্ধার করে।
মঈন বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। নগরীর বিভিন্ন স্থানে যাত্রী ও অসহায় বেশে অন্য নারীদের কাছ থেকে চেইন ও ব্যাগ ছিনতাই করে। তাদের বিরুদ্ধে রেনু আক্তার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।