কলেজছাত্রী ঝুমাকে কোপানোর ঘটনায় মামলা
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭, ২২:০২
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কলেজছাত্রী ঝুমা আক্তারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, সোমবার (১৬ জানুয়ারি) রাতে ঝুমার মা করিমা বেগম বাদী হয়ে মামলা করেছেন।
ইছামতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার রবিবার (১৫ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে হামলার শিকার হন। ঝুমা জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে।
ঝুমার মা অভিযোগে জানান, বাহার তিন বছর ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছে। বাহার উদ্দিন (২২) রসুলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে ঝুমা রাজি না হওয়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে।
মামলায় হামলাকারী হিসেবে বাহার উদ্দিনকে প্রধানসহ আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওসি হাবিবুর। বাহারকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর।
ঝুমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক মাসুদ হোসেন জানিয়েছেন, ঝুমার অবস্থা উন্নতির দিকে। তাকে রক্ত দেওয়া হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।