ঝুমার ওপর ‘হামলাকারীর’ ভাই আটক
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৭, ০৪:০৮
সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা আক্তারের ওপর ‘হামলাকারীর’ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক নাসির উদ্দিন (৩৫) ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
সোমবার ভোরে উপজেলার রসুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
আটক নাসির উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিনই (২২) ঝুমার উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ ঝুমার মায়ের।
ওসি হাবিবুর বলেন, "হামলার পর থেকে বাহার পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ভাই নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। আর আহত ঝুমার স্বজনরা এখনও থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।”
উল্লেখ্য, রবিবার সকালে রসুলপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় স্থানীয় ইছামতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমাকে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইলেক্ট্রিক মিস্ত্রি বাহার এই কাজ করেছে বলে অভিযোগ ঝুমার পরিবারের।
ঝুমাকে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক মাসুদ হোসেন জানান, ঝুমার বাম হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অন্ত্রোপাচারের পর ঝুমা এখন আশঙ্কামুক্ত। তবে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া প্রয়োজন।