নারী সহ নকল সোনার বার বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৭, ২১:৪৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭, ২২:০৭

অনলাইন ডেস্ক

নকল সোনার বারকে আসল বলে বিক্রির অভিযোগে চট্টগ্রামে ৮ জন প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আছমা বেগম (৩০), রোকেয়া বেগম (২৮), মো. বাদশা (২০), সোলেমান (৩২), নুর উদ্দিন (২৪), মো. ইদ্রিস (৫১), শহিদুল ইসলাম (২৮) ও মো. হাসান (২৪)।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর শনিবার বিকালে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে পাঁচটি নকল সোনার বার এবং দুটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় নকল সোনার বার আসল বলে বিক্রি করে সাধারণ মানুষকে তারা প্রতারিত করছিল। এভাবে তারা মানুষের কাছ থেকে টাকা ও আসল সোনা হাতিয়ে নিত।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।