নিখোঁজের ২মাস পর সেপটিক ট্যাংকে লাশ
প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৭, ২২:১২
নিখোঁজের দুই মাস পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি সেপটিক ট্যাংক থেকে এক যুবলীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাসিমা আক্তার উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুম আকন্দের স্ত্রী।
কালীগঞ্জ থানার এসআই মো. গোলাম মাওলা জানান, বুধবার বিকালে উপজেলার রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
এসআই গোলাম মাওলা বলেন, "গত ১০ নভেম্বর মাসুমের বাড়ি থেকে নিখোঁজ হন নাসিমা। বুধবার বিকালে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী পচা-গলা লাশ দেখে এলাকাবাসীকে জানায়। পরে পুলিশে খবর দেওয়া হলে নাসিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।