'লক্ষ্য হবে মানুষের সেবা করা'
প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৭, ১১:৩৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। এসময় তিনি বলেন, আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা।
বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে বক্তব্যকালে তিনি এ নির্দেশ দেন। এর আগে প্রধানমন্ত্রী নিজেই নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শেখ হাসিনা বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে।
তিনি আরও বলেন, আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।
আগামী ১৮ জানুয়ারি(বৃহস্পতিবার) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানদের সঙ্গে শপথকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক এ তথ্য জানান।